বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: অস্বাভাবিক টানা দরপতনে আবারও ডিএসইর প্রধান ফটকের সামনে মানববন্ধন ও রাস্তায় শুয়ে পড়ে পূর্বঘোষিত আমরণ অনশন শুরুর পর এবার দশ দফা দাবি দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। পুঁজিবাজার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য তারা এসব দাবি পেশ করেছেন।
দাবির মধ্যে রয়েছে ১) পুঁজিবাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য লেনদেন বন্ধ করা ২) ২৪ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রীর পদত্যাগ , ৩) ৭২ ঘণ্টার মধ্যে এসইসির পুনর্গঠন, ৪) বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতিপুরণ দেওয়া, ৫) বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগ ৬) গ্রেফতারকৃত সকল বিনিয়োগকারীর নিশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার, ৭) বিনিয়োগকারীদের ব্যাপারে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের অনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা,৮) বাজেটে পুঁজিবাজারের জন্য আলাদা বরাদ্দ দেওয়া ৯) বাংলাদেশ ফান্ড নিয়ে হাডুডু খেলা বন্ধ করা ১০ ) বাজার থেকে চুরি করা অর্থ ফিরিয়ে আনা।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী পরিষদের আহ্বায়ক মিজানুর রশীদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘পুজিবাজারের ধারাবাতিক দরপতনে যাতে সাধারণ বিনিয়োগকারীরা আন্দোলন না করতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমার উপর তাদের কড়া নজরদারি রয়েছে। সকালে যাতে আমি মতিঝিলে না আসতে পারি সেজন্য সাদা পোশাকধারী কিছু লোক একটি হোটেলে আমাকে একঘণ্টা আটকে রেখেছিল। এরপর তাদের থেকে ছাড়া পেয়ে আমি সোমবারের অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করি। ’
অনশন কর্মসূচির বক্তব্যে মিজানুর রশীদ চৌধুরী আরো বলেন, ‘আমাদের কর্মসূচি লাগাতার চলতেই থাকবে। বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো বিনিয়োগকারী ভাই রাস্তা ছাড়বে না। সরকারের পক্ষ থেকে হুমকি আসতে পারে এবং বিরোধী দলের পক্ষ থেকে আসতে পারে উস্কানি। সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। ’
No comments:
Post a Comment