ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সোমবার লেনদেনের শুরুতে অস্বাভাবিক হারে কমলেও দিনশেষে বেড়েছে। তবে পতনের ধারাতেই রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে মোট ২৫৩টি প্রতিষ্ঠানের লেনদেন হয়।

এর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৭৬টির ও অপরিবর্তিত ছিল পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

একই সঙ্গে সাধারণ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৫৬৩৮ পয়েন্টে স্থির হয়।

সার্বিক সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪৬৯০ পয়েন্টে উঠে আসে।

এদিন ডিএসইতে লেনদেন হয় মোট ৪২৬ কোটি ৬০ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, এসিআই, রুপালী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, ফার্স্ট বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা মিউচ্যুয়াল ফান্ড, বিআইএফসি ও ইবিএল।

অন্যদিকে সোমবার সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দাম কমেছে, ৬৩টির বেড়েছে ও অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইর সাধারণ সূচক ১৩ পয়েন্ট কমে ১০ হাজার ১০২ পয়েন্টে নেমে যায়।

এদিন লেনদেন হয় মোট ৬৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

No comments:

Post a Comment