ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২০১০ সালের জন্য ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী ৩০ জুলাই সকাল ১১টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ মে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে এ ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৩ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২.৮১ টাকা।

লভ্যাংশ ঘোষণার কারণে বুধবার লেনদেনে এ ব্যাংকের শেয়ারমূল্য সীমাবদ্ধ থাকবে না।

No comments:

Post a Comment