পুঁজিবাজারে আবারও ব্যাপক দরপতন ডিএসইতে মূল্যসূচক কমেছে ২৮৭ পয়েন্ট, সিএসইতে ৪৭৭ পয়েন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই পুঁজিাবাজারে আবারও ব্যাপক দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২৮৭ কমে ৫৬১১ পয়েন্টে নেমে আসে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৪৭৭ কমে দাঁড়ায় ১০১১৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৪টি এবং সিএসইতে ১৮৬ টির মধ্যে ১৮১টির দাম কমেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার ডিএসইতে লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম ও সূচক কমতে থাকে। সকাল ১১ টা ২০ মিনিট পর্যন্ত সূচক সামান্য উঠানামা করে। এরপর লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত ডিএসইর সূচক একটানা কমেছে। দিনশেষে সাধারণ সূচক ২৮৭ পয়েন্ট বা ৪.৮৮ শতাংশ কমে নেমে যায় ৫৬১১ পয়েন্টে। সার্বিক সূচক ২৩৭ পয়েন্ট বা ৪.৮৪ শতাংশ কমে দাঁড়ায় ৪৬৬৯ পয়েন্টে।

রোববার ডিএসইতে লেনদেন হয় মোট ২৪৮টি প্রতিষ্ঠানের। এরমধ্যে দাম কমেছে ২৪৪টির, কমেছে একটির এবং অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের দাম। ডিএসইতে মোট ৫ কোটি ২১ লাখ ৮১ হাজার ১৭০টি শেয়ার ও ইউনিট ১ লাখ ২১ হাজার ৪৬৯ বারে লেনদেন হয়। যার বাজারমূল্য ৪৬২ কোটি ২৭ লাখ ৫৭ হাজার টাকা।

এদিন ব্যাংকিং, সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং, আর্থিক, ইন্স্যুরেন্স, ওষুধ ও রসায়নসহ বেশ কয়েকটি খাতের লেনদেন হওয়া সব প্রতিষ্ঠানের দাম কমেছে। এছাড়া টেক্সটাইল খাতের একটি বাদে প্রত্যেকটির দরপতন হয়েছে।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে ১০ প্রতিষ্ঠানের শীর্ষে ছিল বিবিধ খাতের বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির দাম ২০.৫০ টাকা কমে সর্বশেষ ২৪১ টাকায় লেনদেন হয়। এর মোট ৮ লাখ ৯ হাজার ৯০০টি শেয়ার ৩ হাজার ২০১ বারে হাতবদল হয়। অন্য নয় প্রতিষ্ঠান হলো- তিতাস গ্যাস, বেক্সটেক্স, স্কয়ার ফার্মা, আফতাব অটো, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউসিবিএল, আরএন স্পিনিং, বিএসআরএম স্টিল ও ন্যাশনাল ব্যাংক।

রোববার ব্যাপক দরপতনের ফলে ডিএসইর দাম বাড়ার শীর্ষ তালিকায় মাত্র একটি কোম্পানির ঠাঁই হয়। কোম্পানিটি হলো রহিম টেক্সটাইল। এদিন এর শেয়ার দর ১২০.৫০ টাকা বেড়ে সর্বশেষ ৩২৩০ টাকায় লেনদেন হয়।

এদিকে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিনোবংলা, এবি ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, আইপিডিসি, প্রগতি ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, বিকন ফার্মা, ফাইন ফুডস, বিচ হ্যাচারি ও সিএমসি কামাল।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার সিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮১টির দাম কমেছে, ৪টির বেড়েছে এবং অপরিবর্তিত ছিল একটি প্রতিষ্ঠানের দাম।

সিএসইর সাধারণ সূচক ৪৭৭ পয়েন্ট বা ৪.৫০ শতাংশ কমে ১০ হাজার ১১৫ পয়েন্টে নেমে আসে। সার্বিক সূচক ৭৪৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয় মোট ৬৬ কোটি ৪৫ লাখ ৪২ হাজার ৮৮৩ টাকার শেয়ার ও ইউনিট।

No comments:

Post a Comment