এসইসি সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু করেছে

পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সরকার গৃহীত ১৪টি সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর মধ্যে কয়েকটি ঘটনা অধিকতর তদন্তের সুপারিশও রয়েছে।
পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এসব বিষয়ে তদন্তের জন্য এসইসিকে সম্প্রতি নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এসইসির পুনর্গঠিত কমিশনের সৌজন্য সাক্ষাৎ শেষে গতকাল সোমবার সাংবাদিকদের এসব কথা জানান সদস্য হেলাল উদ্দিন নিজামী।
চলতি সপ্তাহে এসইসিতে আরও একজন সদস্য নিয়োগ দেওয়া হতে পারে বলে তিনি জানান।
এদিকে এসইসিতে নতুন নিয়োগ পাওয়া দুই সদস্য গতকাল সকালে কর্মস্থলে যোগ দিয়েছেন। সংস্থার চেয়ারম্যান এম খায়রুল হোসেনের কাছে তাঁরা যোগদানপত্র জমা দেন।
এরা হলেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহী পরিচালক আমজাদ হোসেন এবং আইডিএলসি ফিন্যান্সের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খান।
এসইসিতে নতুন দুজন সদস্য নিয়োগ ও এফবিসিসিআইয়ের সংবাদ সম্মেলন গতকাল বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির (এএএমসি) নেতারা গতকাল এসইসির নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।
বৈঠকে এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, তিনজন সদস্য এবং এএএমসির সভাপতি হাসান ইমাম ছাড়াও আইসিবি, এলআর গ্লোবাল, এইমস ও প্রাইম অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিনিধিরা অংশ নেন। 
 

No comments:

Post a Comment