দেশের অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন ৫০ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আগামী বছর অর্থাৎ ২০১২ সালের জুন মাসের মধ্যে এসব প্রতিষ্ঠানকে তাদের পরিশোধিত মূলধন বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এ সিদ্ধান্তটি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সম্মতির পরই তা নির্দেশনা আকারে জারি করা হবে বলে জানা গেছে।
বর্তমানে দেশে ২৯টি অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ব্যবসারত আছে। গত অর্থবছর পর্যন্ত (জুন-২০১০) বিভিন্ন খাতে তাদের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৫০ কোটি টাকা। এর মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ করা অর্থের পরিমাণ ছিল এক হাজার ৫৪০ কোটি টাকা।
২১টি আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে।
No comments:
Post a Comment