বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: সপ্তাহের শেষ দিনেও শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা ছিল। তবে আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে।
বৃহস্পতিবার সকালে বাজার শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে উর্ধ্বমুখী থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নমূখী অবস্থা নিতে থাকে। দিন শেষে ডিএসইসর সাধারণ সূচক ৭৩ দশমিক ৬৯ পয়েন্ট নেমে ৫ হাজার ৮৯৯ দশমিক ৪০ পয়েন্টে এসে দাঁড়ায়।
তবে আগের দিনের তুলনায় লেনদেন ছিল কিছুটা বেশি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার ২৪৫টি কোম্পানির ৫ কোটি ৮২ লাখ ৬৯ হাজার ৪১৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ ৫৩১ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫০ কোটি ১৩ লাখ টাকা বেশি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার বাংলাদেশ ফান্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার পর সূচক বেশ বেড়ে যায়। তবে এক পর্যায়ে শেয়ার বিক্রির চাপ বেশি হওয়ায় শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে পারে দুই স্টক এক্সচেঞ্জ। সূচক নিম্নগামী হলেও লেনদেন বাড়ায় বিষয়টি স্বাভাবিক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসই সূত্রে জানা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে সূচক ৯০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এরপর সূচক নামতে শুরু করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭৩.৬৯ পয়েন্ট কমে ৫৮৯৯.৪০ পয়েন্টে দাঁড়ায়।
অন্যদিকে ডিএসই- ২০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪০.৭০ পয়েন্ট কমে ৩৭৯৬.৬০ পয়েন্টে দাঁড়ায়।
লেনদেনকৃত ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২১৬.৭৫ পয়েন্ট কমে ১৬৪৪৫.২০ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে আজ লেনদেন হওয়া ১৯১ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৯টির কমেছে ১৫৭টির এবং অপরিপবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা বেশি।
ডিএসই’র লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো - তিতাস গ্যাস লি:, বেক্সিমকো লি:, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, বেক্সটেক্স লিঃ, আরএন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক লি:, ওয়ান ব্যাংক লি:, আফতাব অটোমোবাইলস্ ও ইউনাইটেড এয়ারওয়েজ ।
দর বৃদ্ধিতে আজকের প্রধান ১০টি কোম্পানি হলো- ঢাকা ইন্সুরেন্স, গ্ল্যাক্সো স্মিথকলাইন, তাক্কাফুল ইন্সুরেন্স, যমুনা ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, এসিআই ফর্মুলেশন, ৫ম আইসিবি, বার্জার পেইন্ট বাংলাদেশ লি:, ইষ্টার্ণ ব্যাংক লি: ও শাহজালাল ইসলামী ব্যাংক লি:।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো - ইউসিবিএল, সাফকো স্পিনিং, অগ্রণী ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, সিটি জেনারেল ইন্সুরেন্স, অ্যাম্বী ফার্মা, রিপাবলিক ইন্সুরেন্স, এসিআই, ইউনাইটেড ইন্সুরেন্স ও ফাইন ফুডস।
No comments:
Post a Comment