মবিল যমুনা ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ক্ষতিপূরণের প্রস্তাব

বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ হিসেবে ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করেছে মবিল যুমনা লুব্রিক্যান্ট (এমজেএল) বাংলাদেশ লিমিটেড। আগামী রবিবার ক্ষতিপূরণের এ অঙ্গীকারনামা কম্পানির পক্ষ থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হবে। অঙ্গীকারনামার ওপর ভিত্তি করে কম্পানিটির তালিকাভুক্তির বিষয়ে আগামী সপ্তাহেই নির্দেশনা জারি করতে পারে এসইসি।

মবিল যমুনার তালিকাভুক্তির জটিলতা নিরসনের লক্ষ্যে গত বৃহস্পতিবার দুই স্টক এঙ্চেঞ্জ ও কম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এসইসি কর্মকর্তারা। বৈঠকে কম্পানির পক্ষ থেকে ২০১০ সালের লভ্যাংশ ঘোষণার পাশাপাশি শেয়ারবাজারে লেনদেন শুরুর পর বাজারমূল্য বরাদ্দমূল্যের নিচে নেমে এলে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়।




News Paper Link

No comments:

Post a Comment